Tuesday, March 21, 2023
No Result
View All Result
আলোকিত সাতক্ষীরা
Advertisement
  • জাতীয়
  • সাতক্ষীরা
    • সাতক্ষীরা সদর
    • কলারোয়া
    • আশাশুনি
    • কালিগঞ্জ
    • তালা
    • পাটকেলঘাটা
    • দেবহাটা
    • শ্যামনগর
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • বিনোদন
  • শিক্ষা
  • লাইফস্টাইল
  • সাতরং
  • শুদ্ধাচার
  • জাতীয়
  • সাতক্ষীরা
    • সাতক্ষীরা সদর
    • কলারোয়া
    • আশাশুনি
    • কালিগঞ্জ
    • তালা
    • পাটকেলঘাটা
    • দেবহাটা
    • শ্যামনগর
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • বিনোদন
  • শিক্ষা
  • লাইফস্টাইল
  • সাতরং
  • শুদ্ধাচার
No Result
View All Result
আলোকিত সাতক্ষীরা
No Result
View All Result
Home জাতীয়

মানুষের জীবন যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানুষের জীবন যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি : প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে ১৯ লাখ মেট্র্রিক টন খাদ্য মজুদ আছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদেশ থেকে যে সমস্ত ভোগ্য পণ্য আমদানি করতে হয়, যত টাকাই লাগুক আমরা কিন্তু তা আমদানি করছি। টাকা-পয়সার দিকে তাকাচ্ছি না। মানুষের যাতে খাদ্য নিরাপত্তা থাকে, মানুষের জীবন যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা নিতে পারছি। এতো কিছুর পরেও প্রবৃদ্ধ ৭ ভাগের উপরে অর্জন করতে সক্ষম হয়েছি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বুধবারের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ নেতা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তার সফল কর্মময় জীবনের প্রশংসা করেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংসদ সদস্য হিসেবে, ডিপুটি স্পিকার, স্পিকার ও রাষ্ট্রপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আনীত ধন্যবাদ প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী দিনের আলোচনায় আরও অংশ নেন, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে উন্নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রতি ঘরে বিদ্যুৎ দেবো বলেছিলাম, দিয়েছি। আমরা যখন সরকার গঠন করি, ৩৫ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল এই দেশে। আমরা কৃষিতে গবেষণার উপর জোর দিয়ে খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করি। এই মুহূর্তে বাংলাদেশে ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। খাদ্য উৎপাদনের উপর জোর দিয়েছি।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা, বাংলাদেশও তার থেকে বিছিন্ন নয়। আমরা কিন্তু সেই অবস্থায়ও, এতো ঘাত প্রতিঘাতের মধ্যে, বিশ্বে যেখানে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে গেছে, সেখানে আমরা যেখানেই যা পাচ্ছি, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদেশ থেকে যে সমস্ত ভোগ্য পণ্য আমদানি করতে হয়, যত টাকাই লাগুক, আমরা কিন্তু তা আমদানি করছি। এর সাথে আমাদের জ্বালানি তেল, গ্যাস, চিনি, গম, ভুট্টা এগুলো সবই আমাদের অমদানি করতে হয়। আমরা কিন্তু টাকা-পয়সার দিকে তাকাচ্ছি না, মানুষের যাতে খাদ্য নিরাপত্তা থাকে, মানুষের জীবন যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা নিতে পারছি।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই মূল্যস্ফীতি বেড়ে গিয়েছি, তা কিছুটা এখন কমেছে যেটা একটা ভালো লক্ষণ আমরা মনে করি।

প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন তুলে ধরে করে বলেন, আমাদের প্রবৃদ্ধি এতো কিছুর পরেও ৭ ভাগের উপরে অর্জন করতে সক্ষম হয়েছি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা যথেষ্ট দক্ষ এখন সে ব্যবস্থাও নিয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। কাউকে আমরা বাদ দিচ্ছি না। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়। তিনি প্রশ্ন করেন, আগে নির্বাচন কি ছিল? আমরা জিয়ার আমলেও নির্বাচন দেখেছি। হ্যাঁ, না ভোট অথবা রাষ্ট্রপতি ভোট- সবই দেখেছি। ইয়েস, নোয়ে, নোর বাক্স পাওয়া যায় না। সবই ইয়েস।

তিনি বলেন, ৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আমাদের দেখা আছে, কিভাবে কারচুপি হয়! ৮৬ সালের নির্বাচন আমরাই অংশগ্রহণ করেছিলাম। ৪৮ ঘণ্টা সেই নির্বাচনের ফলাফল বন্ধ রেখে, জেনারেল এরশাদ সাহেব নির্বাচনের ফলাফল পরিবর্তন করা-সেটাও আমরা দেখেছি।

শেখ হাসিনা আরও বলেন, ৯১ সালের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি সরকারে এসেছিল। এসেই সে কি করলো? ১৫ ফেব্রুয়ারি ৯৬ সালে নির্বাচন ভোটারবিহীন করে দিল। তবে ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না। খালেদা জিয়াকে পদত্যাগ করতে হলো। ৩০ মার্চ অর্থাৎ দেড় মাসের মাথায় তার বিদায় হলো।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ নির্বাচনে চক্রান্ত ছিল গ্যাস বিক্রি নিয়ে। বিএনপি ক্ষমতায় এসেই সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাট শুরু করে। দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করলো সেখানে জরুরি অবস্থা। সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করে আজ আমরা উন্নয়নের গতি ধারা ধরে রাখতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, মাত্র কয়দিন আগে ৬টি উপ নির্বাচন হলো, একটি জাতীয় পার্টি, একটি বিএনপির একজন সংসদ সদস্য থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিজয়ীয় হয়েছেন। তিনি আজ সংসদে এসেছেন। একটা দিয়েছিলাম রাশেদ খান মেননকে সেখানে জাতীয় পার্টি জিতেছে। আরেকটা দিয়েছিলাম হাসানুল হক ইনুকে সেটা জিতে এসেছে। তাছাড়া বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জের দুই সিটে নৌকা মার্কা জয়লাভ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তারপর রংপুর মেয়র নির্বাচন। এই নির্বাচন নিয়ে তো কেউ অভিযোগ করতে পারেনি। সে নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি জয়লাভ করেছে, আওয়ামী লীগ হেরে গেছে। কাজেই নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ, নিরপেক্ষ হয় সেটাই কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা এরপরে নির্বাচন নিয়ে আর কেউ কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। কারণ আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরাই সংগ্রাম করেছি। কজেই সেই ভোটের অধিকার নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব বলে মনে করি। আর সেভাবেই এদেশে নির্বাচন সুষ্ঠুভাবে হবে।

Previous Post

হঠাৎ লন্ডন সফরে জেলেনস্কি

Next Post

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরুণ : রাষ্ট্রপতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আলোকিত সাতক্ষীরা

© 2022 Uphostbd - Premium WordPress news & magazine theme by uphostbd.

সম্পাদক - আহম্মেদ স্বপন

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

বি.সি.ডি.এস. ভবনের নিচতলা, (মহিলা কলেজের বিপরীতে), মুনজিতপুর, সাতক্ষীরা। +8802477740864, 01973556206 alokitosatkhira@gmail.com

No Result
View All Result
  • জাতীয়
  • সাতক্ষীরা
    • সাতক্ষীরা সদর
    • কলারোয়া
    • আশাশুনি
    • কালিগঞ্জ
    • তালা
    • পাটকেলঘাটা
    • দেবহাটা
    • শ্যামনগর
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • বিনোদন
  • শিক্ষা
  • লাইফস্টাইল
  • সাতরং
  • শুদ্ধাচার

© 2022 Uphostbd - Premium WordPress news & magazine theme by uphostbd.